Skip to main content

Posts

Showing posts from November, 2019

সত্যনারায়ণ বিশ্বাসের লেখা বাংলা কবিতা ধর্ষক, বাংলা কবিতা ধর্ষক, মানুষকে চেনার কবিতা, নিজের আসল রূপকে চেনো, Bangla Dhorshok by satyanarayan Biswas, bengali Dhorshok by satyanarayan biswas, best Bengali poem, valo Bangla Kobita, Bengali poem about life, truth about life, quotes about life, reality of life, bastobota, jiboner sotyota,nishthur bastob,jiboner sotyota jibon niye bangla kobita,best bengali poem,proest for rape,proest against rape,justice for girl

                        ধর্ষক                                ----সত্যনারায়ন বিশ্বাস  তোমার যৌনলালসা কি তোমার মেয়েও মেটায়? তোমারও কি কাম জাগে ওই সরল অশ্রু ফোঁটায়? একা পেলে মেয়ের শরীরে তুমি কি বসাও থাবা? লজ্জা করেনা,নিজের পশুকে এভাবে সাজাতে বাবা! যাকে খেলে ছিড়ে-খুড়ে,বাড়ি ফিরে যদি দেখতে, নিজের মেয়ের ধর্ষক তুমি,সইতে কি আদৌ পারতে! যে হাত প্রতীক ভরসা দেওয়ার,যে হাত মোছে অশ্রু, পুরুষ নামের কলঙ্ক আজ,সে হাত নারী দস্যু! পুরুষ তুমি নয় গো আদৌ,পশুর থেকেও হিংস্র, যৌনতার খিদে মেটাতে ছিড়েছো মায়ের মাংস! কি দোষ ছিল তাদের? শুধুই মেয়ে বলে! পশুরও তো কাম জাগে না,মায়ের আঁচলে! তোমার ছেলেও মিছিল করবে তার দিদিরই জন্য, অজ্ঞাত যে,জ্বলছে আগুন,তার বাবারই জন্য! মনে করো রাত্রিবেলায় মেয়েকে সাথে নিয়ে, তোমার স্ত্রীও হাঁটছে সাথে,তুমি এগিয়ে! হটাৎ করে এক বৃদ্ধা,যে জানেনা তুমি বাবা, "সাবধানে মা ঘর ফিরিস,সামনে পশুর থাবা" বাবার থেকেও মেয়ে শরীর ল...

সত্যনারায়ণ বিশ্বাসের লেখা বাংলা কবিতা আমার নিজের আমি, বাংলা কবিতা, আমার নিজের আমি, মানুষকে চেনার কবিতা, নিজের আসল রূপকে চেনো, Bangla Kobita amar nijer ami by satyanarayan Biswas, bengali poem amar nijer ami by satyanarayan biswas, best Bengali poem, valo Bangla Kobita, Bengali poem about life, truth about life, quotes about life, reality of life, bastobota, jiboner sotyota,nishthur bastob,jiboner sotyota jibon niye bangla kobita,best bengali poem

              আমার নিজের আমি                                         সত্যনারায়ণ বিশ্বাস   যদি বসো দর কষতে,আমার দাম টা কমই হবে, দাড়িপাল্লায় তোমার দিকটা অনেকখানিই নিচে রবে! তোমার-আমার দুটো ছবি,পাশাপাশি আঁকো যদি, আমি হবো মৃত সাগর,তুমি খরস্রোতা নদী! চোখ ধাঁধানো রঙিন তুমি,ধূসর আমি,ফ্যাকাশে, আমার রাত্রি অন্তহীন, ভোর তোমারই আকাশে! প্রতি খেলায় জয় তোমারই,আমি ব্যর্থতাতে ক্লান্ত, তোমার বাঁধ উপছে পড়ে,আমি তৃষ্ণার্থ! তুমি সরব প্রতিবাদে,আমার নিরব সহ্য, তোমার আছে কাগজ-কলম,আমার ভাষা উহ্য! তোমার পায়ে নূপুর বাজে,আমার পায়ে শিকল, তোমার কাছে পরাজিত আমার সৈনদল! তুমি ,তুমি করে যাকে ডাকছি এতক্ষণ, যার দখলে আমার শরীর,অন্তর ও মন, নাম টা তার অবাক করা, 'হারিয়ে যাওয়া আমি', নিজের গল্পে,কল্পনাতে,অনেকখানি দামী! যার খোঁজেতে তুমিও পাগল,তোমার মত করে, অজান্তেই নিদ্রারত,তোমার অন্তরে! হন্যে হয়ে হাতড়িয়েছি ঘরের সকল কোন, একটি বারও দেখিনি খুঁজে,নিজের শূন্য ...

সত্যনারায়ণ বিশ্বাসের লেখা বাংলা কবিতা নিজেকে আবার মানুষ বলো!, বাংলা কবিতা, নিজেকে আবার মানুষ বলো!, মানুষকে চেনার কবিতা, নিজের আসল রূপকে চেনো, Bangla Kobita nijeke abar manush bolo by satyanarayan Biswas, bengali poem nijeke abar manus bolo by satyanarayan biswas, best Bengali poem, valo Bangla Kobita, Bengali poem about life, truth about life, quotes about life, reality of life, bastobota, jiboner sotyota,nishthur bastob,jiboner sotyota jibon niye bangla kobita,best bengali porm

  নিজেকে আবার মানুষ বলো!(শেষ অংশ) 28 শে অক্টোবর আমি আমার ব্লগ পেজে একটা কবিতা প্রকাশ করেছিলাম, যার নাম ছিল 'নিজেকে আবার মানুষ বলো!' ,কবিতাটা অনেক দীর্ঘ হওয়ায় একটা পোস্টে সম্পূর্ণ করতে পারিনি, কিছুটা অংশ বাকি ছিল। তাই, আজকে আমার ব্লগ পেজে তার বাকি অংশটা প্রকাশ করলাম। আপনারা চাইলে নিচের লিংকে গিয়ে কবিতার প্রথম অংশটা পড়তে পারেন, ধন্যবাদ!  নিজেকে আবার মানুষ বলো!(প্রথম অংশ)-- http://satyanarayanbiswas.blogspot.com/2019/10/bangla-kobita-nijeke-abar-manush-bolo.html ইস, কি গরম চা টা! ঠোঁট পুড়ে গেল বুঝি! ফু দিয়ে দিয়ে খান দাদা, সবকিছু কি আর এত সহজেই গেলা যায়! তো চলুন, সেই প্রশ্নোত্তর পর্বে ফিরে যাওয়া যাক, না মানে, আমার কিছু পাগলামি, আর আপনার নীরবতা, সরি নীরবতা নয় নির্লজ্জতা! রাগে তো দেখছি মুখটা লাল হয়ে যাচ্ছে! এত রাগ করলে কি করে হবে দাদা? দাদা, আপনার তো Instagram-এর bioতে দেওয়া আছে, আপনি নাকি Animal lover, তা দাদা কেমন Animal lover?ওই বাড়িতে চিকেন রান্না হলে আপনার জন্য leg piece টা আগে তুলে রাখতে বলা Animal lover? নাকি, জামাইষষ্ঠীতে 1 কেজি Mutton কেনার জন্...