Skip to main content

সত্যনারায়ণ বিশ্বাসের লেখা বাংলা কবিতা মুক্তি,bengali poem mukti by satyanarayan biswas,bangla kobita mukti by satyanarayan biswasবাংলা প্রেমের কবিতা,বাংলা ভালোবাসার কবিতা, বিরহের কবিতা, bengali love poem,bangla premer kobita,bangla biroher kobita,bangla love poem,bangla valobasar kobita,love,valobasa,emotional,bengali couple poem,quote,valibasa,বাংলা ভালোবাসার কবিতা,বাংলা কবিতা,বাংলা পদ্য,ছন্দ,

আজ থেকে তুই স্বাধীন পাখি,উড়তে পারিস যেখানে চাস,
মুক্ত বনে ওড়ার ফাঁকে সুযোগ পেলে ফিরে তাকাস।
তোর ডানারই পালকগুলো যত্নে খাঁচায় কুড়িয়ে রেখে,
তোর বাসাতেই থাকবো বন্দি,তোরই গন্ধ গায়ে মেখে!
একদিন তুই ফিরবি খাঁচায়,চাইবি আবার পুরোনো শিকল,
সেই আশাতেই জল ঝরাবে মনে বন্দি মেঘের দল!
বারবার তুই ভাঙবি শিকল,গড়বো যত্ন দিয়ে,
এতই যদি ওড়ার ইচ্ছা,যা না পালিয়ে!
আটকাবো না ওড়ার রাস্তা,বাঁধবো না আর তোকে,
কলিজা ভেঙে মুক্তি দিলাম স্বপ্ন বনের শাখে,
বন্দি করে যে সুর তোর নিয়েছিলাম কেড়ে,
উড়ে উড়ে তুই সে গান বাঁধ,আজকে দিলাম ছেড়ে!
যে পাখি চাই উড়তে যেতে সুযোগ পেলেই অন্য বনে,
মন কেন রে বাঁধিস তারে,রাখিস পায়ে শিকল টেনে!
উড়তে দে রে পাখনা মেলে,খুঁজুক বাসা মনের মতো,
দু'চোখ মেলে দেখুক ভুবন,পূরণ করুক স্বপ্ন যত!
আজ খুঁজেছে নতুন বাসা,পিছনে ফেলে পুরোনো তাই,
যে পাখি চায় উড়ে যেতে,জোর করে কি আটকানো যায়!
                                   ----সত্যনারায়ণ বিশ্বাস
Follow me on Facebook:http://www.fcebook.com/satyanarayan.biswas.505
  Follow me on Instagram:www.instagram.com/satya.being.own/

Comments

Unknown said…
দারুন হয়েছে
Unknown said…
Mind blowing bhi.Kintu nijek strong rakhte hobe.
Unknown said…
Heart touching 💗
ধন্যবাদ,কিন্তু নাম টা জানালে ভালো হতো....
ঠেস দিয়ে আর যায় না থাকা,হেলান দিতে কষ্ট হয়,
ভেতর থেকে সবাই ভাঙা,শক্ত থাকার অভিনয়....
ধন্যবাদ,কিন্তু কে??
ধন্যবাদ,কিন্তু কে??
Safinaj hossain said…
Darun likhechis vai.....👌👌😊

Popular posts from this blog

সত্যনারায়ণ বিশ্বাসের লেখা বাংলা কবিতা আমার নিজের আমি, বাংলা কবিতা, আমার নিজের আমি, মানুষকে চেনার কবিতা, নিজের আসল রূপকে চেনো, Bangla Kobita amar nijer ami by satyanarayan Biswas, bengali poem amar nijer ami by satyanarayan biswas, best Bengali poem, valo Bangla Kobita, Bengali poem about life, truth about life, quotes about life, reality of life, bastobota, jiboner sotyota,nishthur bastob,jiboner sotyota jibon niye bangla kobita,best bengali poem

              আমার নিজের আমি                                         সত্যনারায়ণ বিশ্বাস   যদি বসো দর কষতে,আমার দাম টা কমই হবে, দাড়িপাল্লায় তোমার দিকটা অনেকখানিই নিচে রবে! তোমার-আমার দুটো ছবি,পাশাপাশি আঁকো যদি, আমি হবো মৃত সাগর,তুমি খরস্রোতা নদী! চোখ ধাঁধানো রঙিন তুমি,ধূসর আমি,ফ্যাকাশে, আমার রাত্রি অন্তহীন, ভোর তোমারই আকাশে! প্রতি খেলায় জয় তোমারই,আমি ব্যর্থতাতে ক্লান্ত, তোমার বাঁধ উপছে পড়ে,আমি তৃষ্ণার্থ! তুমি সরব প্রতিবাদে,আমার নিরব সহ্য, তোমার আছে কাগজ-কলম,আমার ভাষা উহ্য! তোমার পায়ে নূপুর বাজে,আমার পায়ে শিকল, তোমার কাছে পরাজিত আমার সৈনদল! তুমি ,তুমি করে যাকে ডাকছি এতক্ষণ, যার দখলে আমার শরীর,অন্তর ও মন, নাম টা তার অবাক করা, 'হারিয়ে যাওয়া আমি', নিজের গল্পে,কল্পনাতে,অনেকখানি দামী! যার খোঁজেতে তুমিও পাগল,তোমার মত করে, অজান্তেই নিদ্রারত,তোমার অন্তরে! হন্যে হয়ে হাতড়িয়েছি ঘরের সকল কোন, একটি বারও দেখিনি খুঁজে,নিজের শূন্য ...

সত্যনারায়ণ বিশ্বাসের লেখা বাংলা কবিতা নিজেকে আবার মানুষ বলো!, বাংলা কবিতা, নিজেকে আবার মানুষ বলো!, মানুষকে চেনার কবিতা, নিজের আসল রূপকে চেনো, Bangla Kobita nijeke abar manush bolo by satyanarayan Biswas, bengali poem nijeke abar manus bolo by satyanarayan biswas, best Bengali poem, valo Bangla Kobita, Bengali poem about life, truth about life, quotes about life, reality of life, bastobota, jiboner sotyota,nishthur bastob,jiboner sotyota jibon niye bangla kobita,best bengali porm

                                          নিজেকে আবার মানুষ বলো!                                                                                     এই  যে,শুনছেন?  হ্যাঁ,হ্যাঁ, আপনাকেই বলছি, হ্যাঁ,হ্যাঁ, আপনিই....  না তেমন কিছু নয়,বলি একটু সময় কি ধার পাওয়া যাবে? না,আজকালকার দিনে তো ফ্রি তে কিছু পাওয়া যায় না,তাই আর কি! না, মানে আমি কথা দিয়ে আপনার সময়ের ধার শোধ করে দিতাম.... আসলে কিছু প্রশ্ন জাগছে মনে,কিন্তু শত চেষ্টা করেও উত্তর খুঁজে পাচ্ছি না, প্রশ্ন গুলো সবারই, হয়তো আপনার মনেও জেগেছে,আর আপনিও সেই আমার মতোই হয়তো তথাকথিত সমাজের বেড়াজালে আবদ্ধ,তাই 'থাক জেনে কি বিশ্বজয় করবো'-এর দলে নাম লিখিয়েছেন! জানেন তো,আমিও ওই দলেরই স্থায়ী সদস্যপদ নিয়েছ...

সত্যনারায়ন বিশ্বাসের লেখা বাংলা কবিতা বাস্তব, জীবনের সত্যতা, জীবনকে চেনা ,অনুভুতি, বাংলা কবিতা আবৃত্তি, bangla kobita bastob, bengali poem bastob by satyanarayan biswas, bengali poem about life, bangla kobita, jiboner kobita, reality about life, reality in bengali poem

                      বাস্তব বেশি নয়, ষোলো বছর,মাত্র ষোলো.... এই ষোলো বছরে কতটাই বা জানতে পারি জীবন সম্পর্কে! তবে যেটুকু জেনেছি, তা বাস্তব! জেনেছি,কেও কারোর জন্য ভাবে না,সবাই স্বার্থপর! হ্যাঁ,অবশ্য আমিও.... হ্যাঁ,আমিও চাই নি আমার ক্লাসের আমার পরের ছেলেটির পরীক্ষা ভালো হোক! অন্তত আমার থেকে! না,সত্যিই আমি চাই নি। আমি চেয়েছি,সবাই আমাকে গুরুত্ব দিক, আমিই সবার চোখের মণি হয়ে থাকি,আমার প্রতিদ্বন্দ্বী নয়। যখন কেউ আমার কাজে লেগেছে,আমার উপকার করেছে,তখন আমি তাকে  সম্মান করেছি,ভালো বলেছি।            কিন্তু সে-ই যখন তার উপকারিতার সামর্থ্য হারিয়ে ফেলেছে বা আমার প্রতিদ্বন্দ্বী হয়েছে তখন সে আমার চোখে খারাপ,বদমাশ! কী তাই তো??              আমার উপকারে লাগতে পারে,এমন অনেককে তেল দিয়েছি আমি, তার ব্যর্থতাকে ভাগ্য,আর সফলতাকে দক্ষতা বলে প্রশংসা করেছি।   ...