সত্যনারায়ণ বিশ্বাসের লেখা বাংলা কবিতা বাঙ্গালির গর্ব, bangla kobita banglar gorbo,bengali poem banglar gorbo by satyanarayan biswas, bangla diboser kobita, banglar gorbo,proud of being bengali,bengali proud,বাংলার গর্ব,বাংলা কবিতা,bengali poem
বাঙালীর গর্ব
সারা পৃথিবীতে নানা ভাষার ছড়াছড়ি
,নানা ভাষা-ভাষীর মানুষও আছে অনেক।
বাংলা ভাষার প্রেমিকও খুব একটা কম নয়।
বাংলাভাষা নাকি অবনতির সূচক-এটা অনেক বাঙালিরাও বলে।
বিদেশে নাকি বাঙালিদের কোনো স্থান নেই;
কি জন্য না,তারা বাঙালি,বাংলা ভাষায় কথা বলে।
ভারতের বাঙালি কোনো বিজ্ঞানী বাংলা ভাষায়
শিক্ষিত হয়ে বিদেশের সভায় বাংলা ভাষার বিরুদ্ধে
তর্কনুষ্ঠানে অংশগ্রহণ করে,
বিজয়ী হয়ে খুশি হয় যখন সবার মাঝে
বিদেশী কায়দায়,বিদেশী ভাষায় বক্তৃতা দেয়।
কিন্তু সে একবারও ভেবে দেখে না যে,
সে নিজেরই অপমান করছে,
অপমান করছে মাতৃভাষার।
ভারতমাতা ভালোই করেছে এরকম বেঈমান বাঙালীকে
নিজের কোলে আশ্রয় না দিয়ে।
মানুষ হলে হতে হবে মানুষের মতো।
কে বলে বাঙালী পিছিয়ে,
প্রাণ দিয়ে প্রমান করতে হবে তা মিছে।
দুঃখ পে
লে পাবো বাংলা ভাষার জন্য,
আর গর্বিত হবও এই ভেবে যে,আমরা বাঙালী,
বাংলা ভাষায় কথা বলি।
মাকে ভালোবেসে সন্তান যেমন
মায়ের জন্য,মাকে নিয়ে গর্ব করে,
তেমনই গর্ব করে সকলে বলবো-
আমরা গর্বিত আমরা বাঙালী,
আমাদের গর্ব আমরা বাঙালী।
----সত্যানারায়ন বিশ্বাস
Follow me on Facebook:http://www.fcebook.com/satyanarayan.biswas.505
Follow me on Instagram:www.instagram.com/satya.being.own/
সারা পৃথিবীতে নানা ভাষার ছড়াছড়ি
,নানা ভাষা-ভাষীর মানুষও আছে অনেক।
বাংলা ভাষার প্রেমিকও খুব একটা কম নয়।
বাংলাভাষা নাকি অবনতির সূচক-এটা অনেক বাঙালিরাও বলে।
বিদেশে নাকি বাঙালিদের কোনো স্থান নেই;
কি জন্য না,তারা বাঙালি,বাংলা ভাষায় কথা বলে।
ভারতের বাঙালি কোনো বিজ্ঞানী বাংলা ভাষায়
শিক্ষিত হয়ে বিদেশের সভায় বাংলা ভাষার বিরুদ্ধে
তর্কনুষ্ঠানে অংশগ্রহণ করে,
বিজয়ী হয়ে খুশি হয় যখন সবার মাঝে
বিদেশী কায়দায়,বিদেশী ভাষায় বক্তৃতা দেয়।
কিন্তু সে একবারও ভেবে দেখে না যে,
সে নিজেরই অপমান করছে,
অপমান করছে মাতৃভাষার।
ভারতমাতা ভালোই করেছে এরকম বেঈমান বাঙালীকে
নিজের কোলে আশ্রয় না দিয়ে।
মানুষ হলে হতে হবে মানুষের মতো।
কে বলে বাঙালী পিছিয়ে,
প্রাণ দিয়ে প্রমান করতে হবে তা মিছে।
দুঃখ পে
লে পাবো বাংলা ভাষার জন্য,
আর গর্বিত হবও এই ভেবে যে,আমরা বাঙালী,
বাংলা ভাষায় কথা বলি।
মাকে ভালোবেসে সন্তান যেমন
মায়ের জন্য,মাকে নিয়ে গর্ব করে,
তেমনই গর্ব করে সকলে বলবো-
আমরা গর্বিত আমরা বাঙালী,
আমাদের গর্ব আমরা বাঙালী।
----সত্যানারায়ন বিশ্বাস
Follow me on Facebook:http://www.fcebook.com/satyanarayan.biswas.505
Follow me on Instagram:www.instagram.com/satya.being.own/

Comments